বিজনেস আওয়ার প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ভারত। শনিবার রাতে ফাইনালে নেপালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত।
শেষবার সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। এবার নেপালকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলেন সুনিল ছেত্রিরা।
প্রথমার্ধে কোনো গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন সুনিল ছেত্রি, সুরেশ ও সামাদ। ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোল করেন সুনিল ছেত্রী। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮০তম গোল করে লিওনেল মেসিকে ছুঁলেন ছেত্রি। প্রিতম কোটালের ক্রস থেকে হেডে গোল করেন ছেত্রি।
এক মিনিট পর ৫০ মিনিটে আবারও গোল। এবার গোলের ব্যবধান বাড়িয়ে ২-০ করেন সুরেশ সিং। ইয়াসিরের ক্রসে পা ছুঁয়ে নেপালের জালে বল জড়িয়ে দেন সুরেশ। ৫২ মিনিটে আরও একটি গোল করার সুযোগ পেয়েছিল ভারত। যদিও নেপাল ভারতের আক্রমণ প্রতিহত করে দেয়।
৮৬ মিনিটে পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নামেন সাহাল আব্দুল সামাদ। ৯০ মিনিটে তিনি গোল করে ভারতকে ৩-০ ব্যবধানে জয় এন দেন।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২১/কমা