বিজনেস আওয়ার প্রতিবেদক : টানা পাঁচ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) সকালে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠন ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোস্তাফিজুর রহমান নাসিম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ারও ট্রাক ওনার্স এ্যাসোশিয়েশনের যৌথ সভার সিদ্ধান্তে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভোমরা ও ঘোজাডাঙ্গা দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আজ সকাল থেকে স্থলবন্দরে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। ফলে শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য ।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: