স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ আগেই ইংলিশ প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত হয়েছে, লিগের বাকি সাত ম্যাচ তাই লিভারপুলের জন্য নিয়মরক্ষারই ছিল। লিগ নিশ্চিত হওয়ার পর ম্যানচস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত লিভারপুল অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ২৪তম ম্যাচে জয় তুলে নিয়েছে।
রোববার (৫ জুলাই) অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেয় লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। পুরো ম্যাচ জুড়ে নিজেদের আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৭১ শতাংশ বল দখলে রেখে আক্রমণে জর্জরি করে ভিলার রক্ষণভাগকে। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭১তম মিনিট পর্যন্ত।
ম্যাচের প্রথম গোল করেন সাদিও মানে। তবে এক গোলের ব্যবধানে জয়টা যেন মন ভরছিল না সালাহ-মানেদের। তাই তো দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দল। দ্বিতীয় গোল অবশ্য আসে ম্যাচের অন্তিম মুহুর্তে। বদলি হিসেবে মাঠে নামা কার্টিস জোন্স অল রেডদের এনে দেন ম্যাচের ২য় গোল।
শেষ পর্যন্ত মানে ও জোন্সের গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। শিরোপা নিশ্চিত হওয়ার পর এটিই অ্যানফিল্ডে লিভারপুলের প্রথম ম্যাচ ছিল। এ নিয়ে চলতি মৌসুমে ঘরের মাঠে ১৭ এবং আগের মৌসুম মিলিয়ে টানা ২৪ ম্যাচে জয় পেল লিভারপুল।
বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২০/এ