বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৪৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি ৫৩ শতাংশ রিজার্ভে যোগ হবে। তবে মুনাফার সর্বোচ্চ ৭০ শতাংশ রিজার্ভে রাখার সুযোগ রয়েছে। অন্যথায় অতিরিক্ত ১০ শতাংশ দেওয়ার বিধান রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানির প্রকাশিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
২০১৯-২০ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে কর পরবর্তী নিট লাভের সর্বোচ্চ ৭০ শতাংশ রিজার্ভে স্থানান্তর করতে পারবে। অর্থাৎ কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ দিতে হবে। যদি কোনো কোম্পানি এরূপ করতে ব্যর্থ হয়, তাহলে প্রতিবছর রিজার্ভে সরবরাহকৃত অংশের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
নাহি অ্যালুমিনিয়ামের ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২.১৫ টাকা হিসেবে মোট ১৪ কোটি ৭০ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১ টাকা করে মোট ৬ কোটি ৮৪ লাখ টাকা বা ৪৭ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৭ কোটি ৮৬ লাখ টাকা বা ৫৩ শতাংশ রিজার্ভে যোগ হবে।
এদিকে কোম্পানিটির পর্ষদ ২০১৯-২০ ব্যবসায় ২.৪৭ টাকা ইপিএসের বিপরীতে ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করছিল। যা মুনাফার তুলনায় ছিল ৬১ শতাংশ।
উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নাহি অ্যালুমিনিয়ামের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৮ কোটি ৩৬ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১৭ অক্টোবর লেনদেন শেষে দাড়িঁয়েছে ৪৫.৯০ টাকায়।
বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২১/আরএ