ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয় লঙ্কানদের

  • পোস্ট হয়েছে : ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • 36

বিজনেস আওয়ার প্রতিবেদক : ৩৭ বল হাতে রেখেই নামিবিয়ার বিরুদ্ধে অনায়াসেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা।

মিডল অর্ডারে শ্রীলঙ্কার নতুন দুই ভরসার প্রতীক আবিসকা ফার্নান্দো এবং ভানুকা রাজাপক্ষের ৭৪ রানের জুটিই শ্রীলঙ্কাকে সহজ জয় এনে দেয়।

নিজেরা ৯৬ রানে অলআউট হয়েছে বলে শ্রীলঙ্কার সামনে একেবারে ছেড়ে কথা বলেনি বিশ্বকাপে নবাগত নামিবিয়া। যে কারণে শুরুতেই দ্রুত লঙ্কানদের তিনটি উইকেট তুলে নেয় তারা। ১৮ রানেই দুই ওপেনার এবং ২৬ রানের মাথায় ৩য় উইকেট হারিয়ে বেশ ভালো বিপদে পড়ে শ্রীলঙ্কা।

এরপর চতুর্থ উইকেট জুটিতে আভিসকা ফার্নান্দো এবং ভানুকা রাজাপক্ষের দৃঢ়তায় শুরুর ভয় সহজেই কাটিয়ে তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কলটজ এবং জেজে স্মিট উইকেট তিনটি নেন।

টস জিতে নামিবিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে মাত্র ৯৬ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি শ্রীলঙ্কা।

১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ৮ বলে ১১ রান করা কুশল পেরেরাকে জেজে স্মিটের ক্যাচে পরিণত করেন বোলার ট্রাম্পেলম্যান। এরপর দলীয় ১৮ রানের মাথায় বিদায় নেন অপর ওপেনার পাথুম নিশাঙ্কা। তিনি এলবিডব্লিউর শিকার হন বার্নার্ড স্কলটজের বলে।

৬ষ্ঠ ওভারের প্রথম বলেই দিনেশ চান্ডিমালকে উইকেটের পেছনে জেন গ্রিনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন জেজে স্মিট। ১২ বলে ৫ রান করে বিদায় নেন চান্ডিমাল। এরপর আর কোনো বিপদ ঘটেনি।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে ইনিংসের ৩ বল বাকি থাকতে ৯৬ রানে গুটিয়ে যায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দল নামিবিয়া। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়া। প্রথম ৫ ওভারে মাত্র ২১ রান তুলতে পারে তারা, ২৯ রান তুলতেই হারায় ২ উইকেট।

লঙ্কান অফস্পিনার মহেশ থিকশানার শিকার হয়ে দুই ওপেনার স্টিফেন বার্ড (৭) আর জানে গ্রিন (৮) দ্রুতই সাজঘরের পথ ধরেন। এরপর অবশ্য প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ উইলিয়ামস (২৯) আর অধিনায়ক জেরহার্ড ইরাসমাস (২০)।

২ উইকেটেই ৬৮ রান তুলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা দলটি। কিন্তু এরপর ২৮ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয় লঙ্কানদের

পোস্ট হয়েছে : ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ৩৭ বল হাতে রেখেই নামিবিয়ার বিরুদ্ধে অনায়াসেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা।

মিডল অর্ডারে শ্রীলঙ্কার নতুন দুই ভরসার প্রতীক আবিসকা ফার্নান্দো এবং ভানুকা রাজাপক্ষের ৭৪ রানের জুটিই শ্রীলঙ্কাকে সহজ জয় এনে দেয়।

নিজেরা ৯৬ রানে অলআউট হয়েছে বলে শ্রীলঙ্কার সামনে একেবারে ছেড়ে কথা বলেনি বিশ্বকাপে নবাগত নামিবিয়া। যে কারণে শুরুতেই দ্রুত লঙ্কানদের তিনটি উইকেট তুলে নেয় তারা। ১৮ রানেই দুই ওপেনার এবং ২৬ রানের মাথায় ৩য় উইকেট হারিয়ে বেশ ভালো বিপদে পড়ে শ্রীলঙ্কা।

এরপর চতুর্থ উইকেট জুটিতে আভিসকা ফার্নান্দো এবং ভানুকা রাজাপক্ষের দৃঢ়তায় শুরুর ভয় সহজেই কাটিয়ে তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কলটজ এবং জেজে স্মিট উইকেট তিনটি নেন।

টস জিতে নামিবিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে মাত্র ৯৬ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি শ্রীলঙ্কা।

১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ৮ বলে ১১ রান করা কুশল পেরেরাকে জেজে স্মিটের ক্যাচে পরিণত করেন বোলার ট্রাম্পেলম্যান। এরপর দলীয় ১৮ রানের মাথায় বিদায় নেন অপর ওপেনার পাথুম নিশাঙ্কা। তিনি এলবিডব্লিউর শিকার হন বার্নার্ড স্কলটজের বলে।

৬ষ্ঠ ওভারের প্রথম বলেই দিনেশ চান্ডিমালকে উইকেটের পেছনে জেন গ্রিনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন জেজে স্মিট। ১২ বলে ৫ রান করে বিদায় নেন চান্ডিমাল। এরপর আর কোনো বিপদ ঘটেনি।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে ইনিংসের ৩ বল বাকি থাকতে ৯৬ রানে গুটিয়ে যায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দল নামিবিয়া। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়া। প্রথম ৫ ওভারে মাত্র ২১ রান তুলতে পারে তারা, ২৯ রান তুলতেই হারায় ২ উইকেট।

লঙ্কান অফস্পিনার মহেশ থিকশানার শিকার হয়ে দুই ওপেনার স্টিফেন বার্ড (৭) আর জানে গ্রিন (৮) দ্রুতই সাজঘরের পথ ধরেন। এরপর অবশ্য প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ উইলিয়ামস (২৯) আর অধিনায়ক জেরহার্ড ইরাসমাস (২০)।

২ উইকেটেই ৬৮ রান তুলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা দলটি। কিন্তু এরপর ২৮ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: