1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ন্যাটোয় স্থায়ী মিশন বন্ধ করল রাশিয়া
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

ন্যাটোয় স্থায়ী মিশন বন্ধ করল রাশিয়া

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে চলতি বছর রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। সেটার প্রতিশোধ হিসেবে ন্যাটোতে রাশিয়া তাদের স্থায়ী মিশন বন্ধ ঘোষণা করেছে। খবর রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের।

মিশন ঘোষণার বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ন্যাটোর ইচ্ছাকৃত পদক্ষেপের ফলস্বরূপ আমাদের জন্য প্রাথমিক কূটনৈতিক কাজের কোনো পরিস্থিতি নেই। ন্যাটোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমরা প্রধান সামরিক দূতের কাজসহ ন্যাটোতে আমাদের স্থায়ী মিশনের স্থগিত করছি। আর সেটা সম্ভবত ১ নভেম্বর থেকে।’

পাশাপাশি মস্কোতে ন্যাটোর সামরিক মিশনও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বেলজিয়ামে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ন্যাটোর সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন।

উল্লেখ্য, গেল ৬ অক্টোবর রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। গোপনে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার অভিযোগ তাদের বহিষ্কার করা হয়েছিল।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ