ডেস্ক রিপোর্ট: ‘মেটাভার্স’ বা পরবাস্তবজগৎ নির্মাণে ইউরোপীয় ইউনিয়নে ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক। রোববার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, সৃজনশীল, সামাজিক এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে কাজ করবে এ প্রযুক্তি। আগামী পাঁচ বছরে প্রযুক্তিতে দক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হবে এ প্রকল্পে।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি মার্ক জাকারবার্গ মেটাভার্স বা পরবাস্তবজগৎ নিয়ে যে ধারণা দিয়েছিলেন তা ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউরোপ ফেসবুকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়নের দক্ষ প্রকৌশলী ও কর্মীরা মেটাভার্সের সামগ্রিক রূপদানে কাজ করবেন।
মেটাভার্স এমন একটি বিশ্ব যেখানে মানুষ ভার্চ্যুয়াল রিয়েলিটির (ভিআর) মাধ্যমে বিভিন্ন খেলা, কাজকর্ম এবং যোগাযোগের বাস্তব স্বাদ উপভোগ করতে পারবেন। গত সেপ্টেম্বর মেটাভার্স নির্মাণে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফেসবুক। প্রকল্পটিতে যুক্ত থাকবে রব্লক্স কর্প (আরবিএলএক্স.এন) এবং ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের মতো প্রতিষ্ঠান। এটি পুরোপুরি শেষ হতে সময় লাগবে ১০ থেকে ১৫ বছর।
সাইট ডাউন, তথ্য পাচার, প্রভাব বিস্তারের মতো নানা কেলেঙ্কারি ফেসবুক যখন কার্যত পর্যুদস্ত, তখনই পরবাস্তবজগৎ নির্মাণের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২১/এএইচ