বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৪টির বা ৬৭.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩৩.৮০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৮ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২৫.৮০ টাকা বা ১১.০৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি ল্যাম্পস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ৯.৪৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭৩ শতাংশ, আরডি ফুডের ৭.৭৫ শতাংশ, বিচ হ্যাচারির ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭.১০ শতাংশ, আমান ফিডের ৬.৯৪ শতাংশ, এএফসি এগ্রার ৬.৫৩ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের শেয়ার দর ৬.৪৩ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২১/পিএস