স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। সৌম্য সরকার বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন নাঈম শেখ।
টসের সময় মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা স্কোরবোর্ডে বড় রান করতে চাই। শিশির ভাবনা আমাদের মাথায় থাকলেও আমরা রান করতে চাই এবং বোলিংয়ে ভালো করে জিততে চাই। আগের দিনও শিশির ভাবনা ছিল। কিন্তু আমরা ফিল্ডিং করেছিলাম।’ ওমানের অধিনায়ক জিশান মাকসুদ বলেছেন, ‘আমাদের আজ কোনো চাপ নেই। আমরা প্রথম ম্যাচে চাপে ছিলাম। আজ নিজেদের স্থির রেখে সেরাটা খেলাটাই খেলবো।’
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, আয়ান খান, বিলাল খান, ফায়াজ বাট, যতীন্দর সিং, কলিমউল্লাহ, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি, কাশ্যপ প্রজাপতি ও সন্দীপ গৌদ।
বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২১/এএইচ