বিজনেস আওয়ার ডেস্ক: উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী সব অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে। তিস্তার দোয়ানী ব্যারাজ ও নিম্নাঞ্চলে মাইকিং করে সকলকে নদী তীর থেকে সরে যেতে বলা হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টায় হঠাৎ করে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পায়। ধীরে ধীরে এই পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে যায়।
তিস্তা পাড়ের অনেকে জানান, গত দু’তিন বছরে এবারই হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে রাতে কী হবে বলা যাচ্ছে না।
তিস্তা ব্যারাজ এলাকায় বিকাল তিনটায় বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, রেড এলার্ট জারি করা হয়েছে। নিম্নাঞ্চলের সব মানুষকে সরে যেতে বলা হয়েছে। আমরা এলাকাগুলো পরিদর্শন করছি। তিস্তার উৎস বা উজানে ব্যাপক বৃষ্টি হওয়াতে পানি বৃদ্ধি পেয়েছে।
বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২১/এএইচ