ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিবাচক ধারায় ফিরছে এফডিআই প্রবাহ

  • পোস্ট হয়েছে : ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক: ২০১৯ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ওই সময়ে দেশে নিট এফডিআই প্রবাহ বেড়ে ১০৩ কোটি ৫৫ লাখ ডলার ছাড়িয়ে যায়। ওই বছরের শেষ দিন চীনের উহানে নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পরবর্তী সময়ে মুহূর্তেই থমকে যায় বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম। মহামারীর প্রভাবে কমতে শুরু করে দেশের এফডিআই প্রবাহও। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকেই আবারো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এফডিআই প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের প্রথম প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ ছিল ৫৮ কোটি ২১ লাখ ৭০ হাজার ডলারের সমপরিমাণ। ২০১৯ সালের একই সময়ের থাকা এফডিআই প্রবাহের চেয়ে এটি ছিল ৪৩ দশমিক ৭ শতাংশ কম। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ ছিল ৫৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার সমপরিমাণ, যা ২০২০ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৫৪ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে দেখা যায়, ২০২০ সালের নেতিবাচক প্রবৃদ্ধি কাটিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকেই ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের এফডিআই প্রবাহ।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিদ্যমান বিনিয়োগকারীদের আয়ের পুনর্বিনিয়োগ ছিল সবচেয়ে বেশি। এ সময়ে মোট এফডিআই প্রবাহ ৫৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে নিট নিজস্ব মূলধন ছিল ১৪ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার সমপরিমাণ। আয়ের পুনর্বিনিয়োগ ছিল ৩৮ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। পাশাপাশি আন্তঃপ্রতিষ্ঠান ঋণপ্রবাহ ছিল ৭ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার সমপরিমাণ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ সবচেয়ে বেশি এসেছে সিঙ্গাপুর থেকে। এ সময়ে দেশটি থেকে আসা এফডিআই প্রবাহের পরিমাণ ৯ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইতিবাচক ধারায় ফিরছে এফডিআই প্রবাহ

পোস্ট হয়েছে : ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: ২০১৯ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ওই সময়ে দেশে নিট এফডিআই প্রবাহ বেড়ে ১০৩ কোটি ৫৫ লাখ ডলার ছাড়িয়ে যায়। ওই বছরের শেষ দিন চীনের উহানে নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পরবর্তী সময়ে মুহূর্তেই থমকে যায় বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম। মহামারীর প্রভাবে কমতে শুরু করে দেশের এফডিআই প্রবাহও। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকেই আবারো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এফডিআই প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের প্রথম প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ ছিল ৫৮ কোটি ২১ লাখ ৭০ হাজার ডলারের সমপরিমাণ। ২০১৯ সালের একই সময়ের থাকা এফডিআই প্রবাহের চেয়ে এটি ছিল ৪৩ দশমিক ৭ শতাংশ কম। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ ছিল ৫৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার সমপরিমাণ, যা ২০২০ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৫৪ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে দেখা যায়, ২০২০ সালের নেতিবাচক প্রবৃদ্ধি কাটিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকেই ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের এফডিআই প্রবাহ।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিদ্যমান বিনিয়োগকারীদের আয়ের পুনর্বিনিয়োগ ছিল সবচেয়ে বেশি। এ সময়ে মোট এফডিআই প্রবাহ ৫৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে নিট নিজস্ব মূলধন ছিল ১৪ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার সমপরিমাণ। আয়ের পুনর্বিনিয়োগ ছিল ৩৮ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। পাশাপাশি আন্তঃপ্রতিষ্ঠান ঋণপ্রবাহ ছিল ৭ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার সমপরিমাণ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ সবচেয়ে বেশি এসেছে সিঙ্গাপুর থেকে। এ সময়ে দেশটি থেকে আসা এফডিআই প্রবাহের পরিমাণ ৯ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: