স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল চারটায় ওমানের মাস্কাটের আল আমিরাত স্টেডিয়ামে শুরু হবে খেলা।
স্বাগতিক ওমানের বিপক্ষে জয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়েছে টাইগারদের। স্বপ্ন পূরণে পাপুয়া নিউগিনির সঙ্গে জয়ের দিকে যেমন তাকিয়ে থাকতে হবে; নজর রাখতে হবে ভাগ্যের দিকেও।
বাংলাদেশের জয় আর দিনের শেষ ম্যাচে স্বাগতিক ওমানের হার টাইগারদের মূলপর্বে ওঠার সহজ সমীকরণ। কিন্তু ওমান স্কটল্যান্ডকে রুখে দিলেই শুরু হবে যদি বা কিন্তুর হিসেব।
‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওমান।২ পয়েন্ট বাংলাদেশেরও। তবে ওমানের চেয়ে রানরেটে কিছুটা পিছিয়ে মাহমুদউল্লাহর দল। পাপুয়া নিউগিনি আছে শেষে। সেরা দুই দল যাবে সুপার টুয়েলভে।
স্কটল্যান্ড যদি ওমানের কাছে হেরে যায়, আর বাংলাদেশ পাপুয়া নিউগিনিকে হারায় তবে তিন দলের পয়েন্ট হবে সমান ৪। কিন্তু রানরেট পিছিয়ে তখন বিদায় ঘণ্টা বাজবে স্কটিশদের।
বাংলাদেশ পাপুয়া নিউগিনির কাছে হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে স্কটল্যান্ডের বিপক্ষে ওমানের বড় হার চাইতে হবে মাহমুদউল্লাহদের।
শেষ ম্যাচে ওমান স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও সুযোগ থাকছে স্বাগতিকদের। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনির কাছে হোঁচট খায়, তবে রানরেটে পার পেয়ে যাবে তারা।
দুই ম্যাচই হেরে বসা পাপুয়া নিউগিনিরও খুব কঠিন এক সমীকরণ আছে। তবে মূলপর্বে যাওয়ার সম্ভাবনা বাস্তবে প্রায় অসম্ভব ব্যাপার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মাহাদী হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
বিজনেস আওয়ার/২১ অক্টোবর, ২০২১/এএইচ