বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে থেকে সুস্থ হয়েছেন ৩,৫২৪ জন। আর ৩,২০১ জনের দেহে নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের চেয়ে বেশি সুস্থতার সংখ্যা বেশি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। দেশে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ৭৬,১৪৯ জনে।
সোমবার (০৬ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২০১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের।
ডা নাসিমা সুলতানা আরও বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও নারী ১১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী ও সিলেট বিভাগের তিন জন করে ছয় জন, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে ছয় জন, বরিশাল বিভাগের চার জন রয়েছেন।
বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২০/এ