বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ৮টি কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ডিসেম্বর ক্লোজিং ১টি লিজিং কোম্পানি ও জুন ক্লোজিং ১টি কোম্পানির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ, শেয়ারপ্রতি মুনাফা/লোকসান ও রেকর্ড ডেটের তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম | ইপিএস | লভ্যাংশ | রেকর্ড ডেট |
সাবমেরিন কেবল | ১১.৫৭ | ৩৭% নগদ | ১১ নভেম্বর |
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম | (০.২২) | ২% নগদ | ১৪ নভেম্বর |
বিবিএস কেবলস | ৪.৮৪ | ১০% নগদ ও ৫% বোনাস | ১৪ নভেম্বর |
স্কয়ার টেক্সটাইল | ৩.৪১ | ২০% নগদ | ২২ নভেম্বর |
বেক্সিমকো ফার্মা | ১১.৪৯ | ৩৫% নগদ | ২২ নভেম্বর |
ন্যাশনাল পলিমার | ২.৮২ | ১০% নগদ | ১৪ নভেম্বর |
স্কয়ার ফার্মা | ১৭.৯৯ | ৬০% নগদ | ২২ নভেম্বর |
বেক্সিমকো লিমিটেড | ৭.৫৩ | ৩৫% নগদ | ২২ নভেম্বর |
ফাস ফাইন্যান্স | (১৪.৬১) | ০০ | ১৪ নভেম্বর |
বেক্সিমকো সিনথেটিক্স | (১.৩৮) | ০০ | ২২ নভেম্বর |
আরও পড়ুন…..
১৮ কোটি টাকার সোনালি পেপারের ঋণ নিয়ে ৫৬ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ
বিজনেস আওয়ার/২১ অক্টোবর, ২০২১/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: