বিজনেস আওয়ার প্রতিবেদক: কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একটি টেলিভিশন চ্যানেলকে জানান, পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার অভিযোগে আমরা যাকে খুঁজছিলাম তাকে আটক করতে পেরেছি। গোটা দেশে নৈরাজ্য সৃষ্টির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।
আটককৃত ব্যক্তি অভিযুক্ত সেই ইকবালই কিনা- সে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে নিশ্চিত হয় যে আটকৃত ব্যক্তি সেই ইকবাল।
এদিকে গ্রেফতারের পর অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২ পর্যন্ত তার অবস্থান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলামের কক্ষে ছিল। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০২১/এএইচ