বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১-২২ অর্থবছরের ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর ২১) নিরীক্ষিত আর্থিক হিসাবের উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
এই নগদ লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ১১ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।
বিজনেস আওয়ার/২৩ অক্টোবর, ২০২১/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: