বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তিন মাস নিজেকে ঘরবন্দি রেখেছিলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা তানহা মৌমাছি। তবে সরকারঘোষিত লকডাউন প্রত্যাহারের পর ফের কাজে নেমেছেন রূপালী পর্দার জনপ্রিয় এই নায়িকা। ‘তোমারই বিহনে’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন তিনি।
আহমেদ জালালের কথায় মিউজিক্যাল ফিল্মের গানটিতে কন্ঠ দিয়েছেন কনিকা রায় ও এম আই তালুকদার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। তানহা মৌমাছির বিপরীতে ছিলেন কন্ঠশিল্পী এম আই তালুকদার। ভিডিওগ্র্যাফি করেছেন লিটন। পরিচালনা করেন কোরিওগ্রাফার এ.কে আজাদ।
এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, করোনার কারণে ঘরবন্দি থেকে হাঁপিয়ে ওঠেছিলাম। দুদিন শুটিং করতে পেরে মনে হলো, জীবনীশক্তি ফিরে পেলাম। যদিও এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। গতকাল আমাদের শুটিং শেষ হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।
উল্লেখ্য, শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ ছবির মধ্যদিয়ে রূপালী পর্দায় নাম লেখান তানহা মৌমাছি। এরইমধ্যে তাঁর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ ছবিগুলো মুক্তি পেয়েছে। করোনাভাইরাসের কারণে অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে আরও তিনটি ছবির কাজ।
বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২০/এ