1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
জিপিএফ ও সিপিএফ সুদের হার কমলো
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

জিপিএফ ও সিপিএফ সুদের হার কমলো

  • পোস্ট হয়েছে : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কারনে এর প্রভাব পড়ছে সরকারি কর্মচারীদের উপর। এতে করে সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা রাখার বিপরীতে এখন সুদ পাবেন ১১ থেকে ১৩ শতাংশ হারে। আগে এত দিন সুদ পেতেন ১৩ শতাংশ হারে।

গত মাসে নতুন এক প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের সুদের হারের যেমন তিনটা স্তর করা হয়, তেমনি জিপিএফ–সিপিএফের ক্ষেত্রেও তা–ই করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বৃহস্পতিবার জিপিএফ-সিপিএফের সুদের হার নতুনভাবে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত আমানতের বিপরীতে সুদের হার আগের মতো ১৩ শতাংশই থাকছে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদের হার ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি আমানতের ক্ষেত্রে সুদের হার ১১ শতাংশ।

ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) রাখলে বর্তমানে ৬ থেকে ৭ শতাংশ সুদ পাওয়া যায়। আর সঞ্চয়পত্রে ৯ থেকে ১১ শতাংশ। জিপিএফ-সিপিএফে ১৩ শতাংশ সুদই ছিল দেশে যেকোনো আমানতের বিপরীতে সর্বোচ্চ। এই হার ছিল অন্তত ছয় বছর ধরে। ছয় বছর আগে তা ১৪ শতাংশও ছিল।

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ