ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিএফইউজের সভাপতি ফারুক, মহাসচিব দীপ আজাদ

  • পোস্ট হয়েছে : ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার উপ-প্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক। মহাসচিব নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ।

ভোট গণনা শেষে শনিবার (২৩ অক্টোবর) রাতে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টায় ঢাকাসহ সারাদেশের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।

প্রাথমিক ফলে ঢাকায় সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন ৬৭৪ ভোট, তার নিকটতম প্রার্থী আবু জাফর সূর্য পেয়েছেন ৫৬৭ ভোট। আরেক প্রার্থী আবদুল জলিল ভূঁইয়া পেয়েছেন ৩৩৮ ভোট। অন্য কেন্দ্রগুলোর ভোটেও এগিয়ে ওমর ফারুক।

মহাসচিব পদে দীপ আজাদ ঢাকায় পেয়েছেন ৯২৬ ভোট। অন্য দুজন প্রার্থীর মধ্যে লায়েকুজ্জামান পেয়েছেন ৩৪৪ ভোট এবং আবদুল মজিদ পেয়েছেন ২৯০ ভোট।

বিএফইউজে নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও চারটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন অমীয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।

মহাসচিব পদে প্রার্থী ছিলেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান।

যুগ্ম-মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুণ ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ নির্বাচন করেন। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ প্রার্থী ছিলেন।

দপ্তর সম্পাদক পদে প্রার্থী ছিলেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, মীর আফরোজ জামান, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবীকা রানী।

নির্বাহী পরিষদের চারটি সদস্য পদের বিপরীতে প্রার্থী ছিলেন উম্মুল ওয়ারা সুইটি, নূরে জান্নাত আখতার সীমা, আবদুল খালেক লাভলু, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, মো. সফিউর রহমান, শাহজাহান স্বপন, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

বিজনস আওয়ার/২৪ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএফইউজের সভাপতি ফারুক, মহাসচিব দীপ আজাদ

পোস্ট হয়েছে : ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার উপ-প্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক। মহাসচিব নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ।

ভোট গণনা শেষে শনিবার (২৩ অক্টোবর) রাতে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টায় ঢাকাসহ সারাদেশের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।

প্রাথমিক ফলে ঢাকায় সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন ৬৭৪ ভোট, তার নিকটতম প্রার্থী আবু জাফর সূর্য পেয়েছেন ৫৬৭ ভোট। আরেক প্রার্থী আবদুল জলিল ভূঁইয়া পেয়েছেন ৩৩৮ ভোট। অন্য কেন্দ্রগুলোর ভোটেও এগিয়ে ওমর ফারুক।

মহাসচিব পদে দীপ আজাদ ঢাকায় পেয়েছেন ৯২৬ ভোট। অন্য দুজন প্রার্থীর মধ্যে লায়েকুজ্জামান পেয়েছেন ৩৪৪ ভোট এবং আবদুল মজিদ পেয়েছেন ২৯০ ভোট।

বিএফইউজে নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও চারটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন অমীয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।

মহাসচিব পদে প্রার্থী ছিলেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান।

যুগ্ম-মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুণ ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ নির্বাচন করেন। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ প্রার্থী ছিলেন।

দপ্তর সম্পাদক পদে প্রার্থী ছিলেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, মীর আফরোজ জামান, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবীকা রানী।

নির্বাহী পরিষদের চারটি সদস্য পদের বিপরীতে প্রার্থী ছিলেন উম্মুল ওয়ারা সুইটি, নূরে জান্নাত আখতার সীমা, আবদুল খালেক লাভলু, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, মো. সফিউর রহমান, শাহজাহান স্বপন, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

বিজনস আওয়ার/২৪ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: