বিজনেস আওয়ার প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে জারি করা নির্দেশনাগুলো তুলে নেওয়া হয়েছে। এখন থেকে করোনার টিকা নেওয়া ছাড়াই আসা যাবে বাংলাদেশে।
তবে ১৩টি দেশ থেকে আসা যাত্রীদের জন্য কিছু বিধি-নিষেধ আরোপ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
১৩ টি দেশ হচ্ছে- আরমেনিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, মোলডোভা, ফিলিস্তিন, মঙ্গোলিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও ইউক্রেন।
বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, এসব দেশ থেকে যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যেকোনো একটি করোনার টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে বাংলাদেশে আসবেন, তাদের সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া যারা টিকা ছাড়া আসবেন তাদেরকেও সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এই ১৩ দেশ ছাড়া অন্যান্য দেশের যাত্রীরা যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে দেশে আসেন, সেক্ষেত্রে তাদের কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না। যদিও আগে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হতো।
উল্লেখিত ১৩ দেশ ছাড়া অন্য দেশের যাত্রীরা যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ না নিয়ে বাংলাদেশে আসেন তাহলে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আদেশটি ২৪ অক্টোবর থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২১/এএইচ