বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২০২০-২১ অর্থবছরে প্রায় ৫১৩ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে শেয়ারহোল্ডারদের ১৫৬ কোটি টাকা লভ্যাংশ আকারে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
বেক্সিমকো ফার্মার ২০২০-২১ অর্থবছরে ৪৪৬ কোটি ১১ লাখ ২১ হাজার টাকার পরিশোধিত মূলধন দিয়ে শেয়ারপ্রতি ১১.৪৯ টাকা হিসেবে নিট ৫১২ কোটি ৫৮ লাখ টাকার মুনাফা হয়েছে।
এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৫ শতাংশ হারে ১৫৬ কোটি ১৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুনাফার বাকি ৩৫৬ কোটি ৪৪ লাখ টাকা বা ৬৯.৫৪ শতাংশ রিটেইন আর্নিংসে যোগ হবে বা কোম্পানিতে রেখে দেওয়া হবে।
কোম্পানিটির আগের বছরের ২৫ শতাংশের (১৫% নগদ ও ১০% বোনাস) থেকে এ বছর বেশি লভ্যাংশ ঘোষনার পরেও আজ (২৪ অক্টোবর) শেয়ার দর কমেছে। কোম্পানিটির আগের দিনের ২২৯.৬০ টাকার শেয়ার লেনদেন শেষে ২২৬.২০ টাকায় নেমে এসেছে।
বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২১/আরএ