1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
শাস্তির বিধানের পরেও বোনাস শেয়ারে আটকে আছে ড্রাগণ সোয়েটার
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

শাস্তির বিধানের পরেও বোনাস শেয়ারে আটকে আছে ড্রাগণ সোয়েটার

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : অতিরিক্ত করারোপের শাস্তির বিধানের পরেও বোনাস শেয়ারে আটকে আছে ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ। শেয়ারবাজারে তালিকাভুক্তির ৬ বছরের প্রতিবারই বোনাস শেয়ারের ঘোষণা দিয়েছে। এরমধ্যে ১ বছর বোনাসের পাশাপাশি নগদ দিয়ে কোম্পানিটির পর্ষদ শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে ৫ বছরই মুনাফার শতভাগ রেখে দিয়েছে। অথচ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও গতকাল (২৪ অক্টোবর) ড্রাগণ সোয়েটারের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ২০ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৫০০ টাকার বোনাস শেয়ার দেবে।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় ড্রাগণ সোয়েটারকে ২০ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৫০০ টাকার উপরে ১০ শতাংশ হারে ২ কোটি ৭৫ হাজার ৫৫০ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

এ বিষয়ে ড্রাগণ সোয়েটারের সচিব দিপক কুমার সাহা বিজনেস আওয়ারকে বলেন, শুধু বোনাসের কারনে অতিরিক্ত কর দিতে হয়- এটা ঠিক। কিন্তু তারপরেও মালিকপক্ষ যদি শুধু বোনাস দেয়, তাহলেতো সেটাই ঠিক।

ড্রাগণ সোয়েটারের পরিচালনা পর্ষদ ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির বছরেই আইপিও ফান্ড অব্যবহৃত রেখে ১৫% বোনাস শেয়ার দিয়ে যাত্রা শুরু করে। এরপরে ৫ বার লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর প্রতিবারই বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। তবে ২০১৮ সালে ২০% বোনাসের পাশাপাশি ৫% নগদ ঘোষণা করেছিল। ওইটাই প্রথম এবং সর্বশেষ নগদ লভ্যাংশ।

কোম্পানিটির পর্ষদ তালিকাভুক্তির ২য় বছরে বা ২০১৭ সালেও ১৫% বোনাস শেয়ার ঘোষণা করে। এরপরে ২০১৮ সালে ২০% বোনাস ও ৫% নগদ, ২০১৯ সালে ১০% বোনাস, ২০২০ সালে ১৫% বোনাস ও ২০২১ সালে ১০% বোনাস শেয়ার ঘোষণা করেছে।

ড্রাগণ সোয়েটারের ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি ১.২২ টাকা হিসেবে মোট ২৪ কোটি ৪৯ লাখ টাকা মুনাফা হয়েছে। তবে এরমধ্য থেকে ১ টাকাও শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে না। এ কোম্পানির পর্ষদ মুনাফার মধ্য থেকে ১০% বোনাস হিসাবে ২০ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে। মুনাফার বাকি ৪ কোটি ৪১ লাখ টাকা রিজার্ভে রাখা হবে।

২০০ কোটি ৭৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের ড্রাগণ সোয়েটারে ১৩০ কোটি ৫৩ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

উল্লেখ্য রবিবার (২৪ অক্টোবর) লেনদেন শেষে ড্রাগণ সোয়েটারের শেয়ার দর দাড়িঁয়েছে ১৯.১০ টাকায়।

আরও পড়ুন…..
শাস্তির মুখে মেট্রো স্পিনিং
কাশেম ইন্ডাস্ট্রিজ পাচ্ছে ৬৬ লাখ টাকার শাস্তি
বিএসআরএম লিমিটেড ৪২ কোটি টাকার শাস্তির মুখে

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ