ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লিটনের বদলে দলে ফিরছেন আকবর!

  • পোস্ট হয়েছে : ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • 4

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে বড় লক্ষ্য দাঁড় করিয়ে ১৪ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয়ের আশা জাগিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। তবে শেষ পর্যন্ত বাজে বোলিং আর ফিল্ডিংয়ে হারই সঙ্গী টাইগারদের। এদিকে, ম্যাচ হারের পর তোপে পড়েছেন লিটন দাস।

কারণ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই দুইটি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে সহজ করে দেন ব্যাট হাতে ব্যর্থ টাইগার এই ওপেনার। তার হাতে জীবন পাওয়া লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

ইউএসপিএন ক্রিকেইনফো টুইট করেছে, লিটনের বদলে বাংলাদেশ দলে সুযোগ দেওয়া উচিত অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর হোসেনকে।

লিটন ক্যাচ মিস ছাড়াও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। রোববার (২৪ অক্টোবর) ব্যাট হাতে করেছেন ১৬ বলে মাত্র ১৬ রান। এছাড়া এবারের বিশ্বকাপে এক প্রস্তুতি ম্যাচসহ ৫ ম্যাচ খেলে করেছেন মাত্র ৫৭ রান। তার সর্বোচ্চ রান পাপুয়া নিউগিনির বিপক্ষে। ওই ম্যাচে তিনি করেন ২৯ রান। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ১ রান, স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রান, এবং ওমানের বিপক্ষে ৬ রান করেন।

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লিটনের বদলে দলে ফিরছেন আকবর!

পোস্ট হয়েছে : ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে বড় লক্ষ্য দাঁড় করিয়ে ১৪ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয়ের আশা জাগিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। তবে শেষ পর্যন্ত বাজে বোলিং আর ফিল্ডিংয়ে হারই সঙ্গী টাইগারদের। এদিকে, ম্যাচ হারের পর তোপে পড়েছেন লিটন দাস।

কারণ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই দুইটি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে সহজ করে দেন ব্যাট হাতে ব্যর্থ টাইগার এই ওপেনার। তার হাতে জীবন পাওয়া লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

ইউএসপিএন ক্রিকেইনফো টুইট করেছে, লিটনের বদলে বাংলাদেশ দলে সুযোগ দেওয়া উচিত অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর হোসেনকে।

লিটন ক্যাচ মিস ছাড়াও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। রোববার (২৪ অক্টোবর) ব্যাট হাতে করেছেন ১৬ বলে মাত্র ১৬ রান। এছাড়া এবারের বিশ্বকাপে এক প্রস্তুতি ম্যাচসহ ৫ ম্যাচ খেলে করেছেন মাত্র ৫৭ রান। তার সর্বোচ্চ রান পাপুয়া নিউগিনির বিপক্ষে। ওই ম্যাচে তিনি করেন ২৯ রান। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ১ রান, স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রান, এবং ওমানের বিপক্ষে ৬ রান করেন।

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: