বিজনেস আওয়ার প্রতিবেদক (বান্দরবান) : বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দু’গ্রুপের গোলাগুলিতে ছয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জন। আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।
নিহতরা হলেন- প্রদিপ চাকমা, ডেভিড মারমা, জয় ত্রিপুরা, ডিতেন ত্রিপুরা, মিলন চাকমা ও রতন তঞ্চগ্যা। এরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে। আর আহত হয়েছেন, নিইয় চাকমা, বিদ্যুৎ ত্রিপুরা ও হ্লাওয়ংচি মারমা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস)-এর মূল ও সংস্কার দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়। এ ঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রুপের ছয় জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জন।
এ তথ্য নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ঘটনাস্থল থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ আরও তিন জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। ঘটনার পর সেনা ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২০/এ