ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার ১৪ কোম্পানির ৮৩০ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

  • পোস্ট হয়েছে : ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির পরিচালনা পর্ষদ ৮২৯ কোটি ৮৭ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

৮২৯ কোটি ৮৭ লাখ টাকার মধ্যে শুধুমাত্র ৮ কোটি ২১ লাখ টাকার বোনাস শেয়ার। বাকিটা নগদ লভ্যাংশ।

সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিবিসি) পর্ষদ। এ কোম্পানিটি থেকে ১২৫% হারে ৬৭৫ কোটি টাকার অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও পরিমাণ তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ   (কোটি টাকা)
**বিএটিবিসি১২৫% নগদ৬৭৫
একমি ল্যাবরেটরিজ২৫% নগদ৫২.৯০
প্রিমিয়ার সিমেন্ট২০% নগদ২১.০৯
হা-ওয়েল টেক্সটাইল২০% নগদ১১.২০
এনার্জিপ্যাক পাওয়ার১০% নগদ১৯.০২
মীর আখতার১২.৫০% নগদ১৫.১০
কপারটেক ইন্ডাস্ট্রিজ৫% নগদ৩.১৫
এডিএন টেলিকম১০% নগদ৬.৪৭
তমিজউদ্দিন টেক্সটাইল২০% নগদ৬.০১
ন্যাশনাল টি১০% নগদ০.৬৬
*আফতাব অটোমোবাইলস৫% নগদ ও ৫% বোনাস৮.১৪
*নাভানা সিএনজি৫% নগদ ও ৫% বোনাস৫.৪০
*ইজেনারেশন১০% নগদ৪.৬৬
*বেঙ্গল উইন্ডসোর২.৫০% নগদ (অন্তর্বর্তীকালীন ছাড়া)১.০৭
মোট ৮২৯.৮৭ কোটি টাকা

ওইদিন সবচেয়ে কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ন্যাশনাল টি থেকে। এ কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০% হারে ৬৬ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উল্লেখ্য, *আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, ইজেনারেশন ও বেঙ্গল উইন্ডসোর থেকে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে বেঙ্গল উইন্ডসোর থেকে অন্তর্বর্তীকালীন হিসেবে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ২.৫০% করে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

2 thoughts on “মঙ্গলবার ১৪ কোম্পানির ৮৩০ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মঙ্গলবার ১৪ কোম্পানির ৮৩০ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

পোস্ট হয়েছে : ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির পরিচালনা পর্ষদ ৮২৯ কোটি ৮৭ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

৮২৯ কোটি ৮৭ লাখ টাকার মধ্যে শুধুমাত্র ৮ কোটি ২১ লাখ টাকার বোনাস শেয়ার। বাকিটা নগদ লভ্যাংশ।

সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিবিসি) পর্ষদ। এ কোম্পানিটি থেকে ১২৫% হারে ৬৭৫ কোটি টাকার অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও পরিমাণ তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ   (কোটি টাকা)
**বিএটিবিসি১২৫% নগদ৬৭৫
একমি ল্যাবরেটরিজ২৫% নগদ৫২.৯০
প্রিমিয়ার সিমেন্ট২০% নগদ২১.০৯
হা-ওয়েল টেক্সটাইল২০% নগদ১১.২০
এনার্জিপ্যাক পাওয়ার১০% নগদ১৯.০২
মীর আখতার১২.৫০% নগদ১৫.১০
কপারটেক ইন্ডাস্ট্রিজ৫% নগদ৩.১৫
এডিএন টেলিকম১০% নগদ৬.৪৭
তমিজউদ্দিন টেক্সটাইল২০% নগদ৬.০১
ন্যাশনাল টি১০% নগদ০.৬৬
*আফতাব অটোমোবাইলস৫% নগদ ও ৫% বোনাস৮.১৪
*নাভানা সিএনজি৫% নগদ ও ৫% বোনাস৫.৪০
*ইজেনারেশন১০% নগদ৪.৬৬
*বেঙ্গল উইন্ডসোর২.৫০% নগদ (অন্তর্বর্তীকালীন ছাড়া)১.০৭
মোট ৮২৯.৮৭ কোটি টাকা

ওইদিন সবচেয়ে কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ন্যাশনাল টি থেকে। এ কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০% হারে ৬৬ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উল্লেখ্য, *আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, ইজেনারেশন ও বেঙ্গল উইন্ডসোর থেকে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে বেঙ্গল উইন্ডসোর থেকে অন্তর্বর্তীকালীন হিসেবে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ২.৫০% করে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: