ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের শেয়ারবাজার বিনিয়োগের জন্য খুবই আকর্ষনীয়- সালমান রহমান

  • পোস্ট হয়েছে : ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • 57

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমরা শেয়ারবাজারকে নিয়মিত উন্নত করছি। যে বাজার সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। যাতে করে বাংলাদেশের শেয়ারবাজার বিনিয়োগের জন্য খুবই আকর্ষনীয় হয়ে উঠেছে।

যুক্তরাজ্যে আসন্ন রোড শোকে কেন্দ্র করে বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, আইএমও-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মিসেস সাইদা মুনা তাসনিম অংশগ্রহন করেন।

সালমান এফ রহমান বলেন, দুটি উদ্দেশ্যে আমরা ইনভেস্টর সামিট করতে যাচ্ছি। এরমধ্যে ১টি হচ্ছে- বাংলাদেশ গত ১০ বছরে কি অর্জন করেছে, তা জানাতে। অনেকটা নতুন বাংলাদেশকে জানানো এবং ব্র্যান্ডিং করতে এই সামিট করতে যাচ্ছি।

দ্বিতীয় কারন হিসেবে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করাকে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি এবং প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। প্রকৃতপক্ষে আমরা গত ১০ বছরে অনেক অর্জন করেছি। এখন আমাদেরকে পরবর্তী ধাপে (উন্নত দেশ) যেতে হবে। এ কারনে আমাদের দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ দরকার। এক্ষেত্রে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) ও ক্যাপিটাল মার্কেট ফোকাস করব।

তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ ফেরত নেওয়ার পলিসি সর্ম্পক্যে জানতে চায়। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে শেয়ারবাজারে বিনিয়োগ। আমরা বাংলাদেশের শেয়ারবাজারকে বর্ধিত করতে চাই। এছাড়া ফ্রন্ট্রিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চাই।

উল্লেখ্য, এবার রোড শোটি বিএসইসি, বিডা এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশের শেয়ারবাজার বিনিয়োগের জন্য খুবই আকর্ষনীয়- সালমান রহমান

পোস্ট হয়েছে : ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমরা শেয়ারবাজারকে নিয়মিত উন্নত করছি। যে বাজার সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। যাতে করে বাংলাদেশের শেয়ারবাজার বিনিয়োগের জন্য খুবই আকর্ষনীয় হয়ে উঠেছে।

যুক্তরাজ্যে আসন্ন রোড শোকে কেন্দ্র করে বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, আইএমও-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মিসেস সাইদা মুনা তাসনিম অংশগ্রহন করেন।

সালমান এফ রহমান বলেন, দুটি উদ্দেশ্যে আমরা ইনভেস্টর সামিট করতে যাচ্ছি। এরমধ্যে ১টি হচ্ছে- বাংলাদেশ গত ১০ বছরে কি অর্জন করেছে, তা জানাতে। অনেকটা নতুন বাংলাদেশকে জানানো এবং ব্র্যান্ডিং করতে এই সামিট করতে যাচ্ছি।

দ্বিতীয় কারন হিসেবে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করাকে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি এবং প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। প্রকৃতপক্ষে আমরা গত ১০ বছরে অনেক অর্জন করেছি। এখন আমাদেরকে পরবর্তী ধাপে (উন্নত দেশ) যেতে হবে। এ কারনে আমাদের দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ দরকার। এক্ষেত্রে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) ও ক্যাপিটাল মার্কেট ফোকাস করব।

তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ ফেরত নেওয়ার পলিসি সর্ম্পক্যে জানতে চায়। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে শেয়ারবাজারে বিনিয়োগ। আমরা বাংলাদেশের শেয়ারবাজারকে বর্ধিত করতে চাই। এছাড়া ফ্রন্ট্রিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চাই।

উল্লেখ্য, এবার রোড শোটি বিএসইসি, বিডা এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: