বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে। তবে ৭টির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
বুধবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ, শেয়ারপ্রতি মুনাফা/লোকসান ও রেকর্ড ডেটের তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম | ইপিএস | লভ্যাংশ | রেকর্ড ডেট |
এমআই সিমেন্ট | ৫.৭৯ | ২০% নগদ | ১৭ নভেম্বর |
আলহাজ্ব টেক্সটাইল | ০.২৬ | ১% নগদ | ২১ নভেম্বর |
অগ্নি সিস্টেমস | ০.৭৭ | ৩.৫০% নগদ | ২১ নভেম্বর |
তসরিফা ইন্ডাস্ট্রিজ | ০.৬৪ | ২.৫০% নগদ ও ২.৫০% বোনাস | ২২ নভেম্বর |
রানার অটোমোবাইলস | ২.৭০ | ১০% নগদ | ২১ নভেম্বর |
ইউনাইটেড পাওয়ার | ১৮.৮০ | ১৭০% নগদ | ২২ নভেম্বর |
মালেক স্পিনিং | ৩.৩৬ | ১০% নগদ | ১৮ নভেম্বর |
সাইফ পাওয়ারটেক | ১.৭৫ | ১০% নগদ ও ৬% বোনাস | ১৮ নভেম্বর |
সিভিও পেট্রো কেমিক্যাল | (২.৪৯) | ১০% বোনাস | ২৫ নভেম্বর |
শাহজিবাজার পাওয়ার | ৬.৫৩ | ২৮% নগদ ও ৪% বোনাস | ২ ডিসেম্বর |
এইচ.আর টেক্সটাইল | ২.৮৯ | ৫% নগদ ও ৫% বোনাস | ২৯ নভেম্বর |
সায়হাম কটন | ১.০৮ | ১০% নগদ | ১৭ নভেম্বর |
*হামিদ ফেব্রিক্স | (১.৭৬) | ৫% নগদ | ২৮ নভেম্বর |
*সিলভা ফার্মাসিউটিক্যালস | ০.৮৮ | ৫% নগদ | ১ ডিসেম্বর |
জেনারেশন নেক্সট | ০.০১ | ০০ | ২২ নভেম্বর |
ওয়াইম্যাক্স ইলেকট্রোড | ০.০৮ | ০০ | ১৮ নভেম্বর |
খুলনা প্রিন্টিং | (৬.১২) | ০০ | ২৫ নভেম্বর |
উসমানিয়া গ্লাস শীট | (৬.৬৬) | ০০ | ২৪ নভেম্বর |
মেঘনা পেট | (০.৩৩) | ০০ | ২৪ নভেম্বর |
মেঘনা কনডেন্সড মিল্ক | (৮.২৬) | ০০ | ২৪ নভেম্বর |
শ্যামপুর সুগার মিলস | (১২৫.১৪) | ০০ | ২২ নভেম্বর |
উল্লেখ্য * হামিদ ফেব্রিক্স ও সিলভা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২১/এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: