সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড- ১৪.১ ওভারে ১২৬/২ (বেয়ারস্টো ৮, মালান ২৮; জেসন ৬১, বাটলার ১৮)
বাংলাদেশ- ২০ ওভারে ১২৪/৯ (নাসুম ১৯*; মোস্তাফিজ ০, সোহান ১৬, মেহেদী ১১, মাহমুদউল্লাহ ১৯, আফিফ ৫; মুশফিক ২৯, সাকিব ৪, নাঈম ৫, লিটন ৯)
বাংলাদেশকে পাত্তাই দিলো না ইংল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপে অ্যাডিলেড কিংবা চট্টগ্রামের সুখস্মৃতি যে আশার আলো জ্বালিয়েছিল, তা নিভে যায় মাঠের পারফরম্যান্সে। ব্যাটে-বলে হতাশা ছড়িয়েছেন মাহমুদউল্লাহ-সাকিবরা। কোনোরকমে ৯ উইকেটে ১২৪ রান করার পর বল হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। জেসন রয়ের হাফ সেঞ্চুরিতে ১৪.১ ওভারে ২ উইকেটে ১২৬ রান করে ইংল্যান্ড। টানা দ্বিতীয় জয়টি তারা পেল ৮ উইকেটে। মালান ২৮ রানে আর জনি বেয়ারস্টো ৮ রানে অপরাজিত ছিলেন।
বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: