ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ চলছে

  • পোস্ট হয়েছে : ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • 64

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে টিকা প্রয়োগ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে ৮০ লাখ লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একই দিনে সেটা পূরণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। একদিনে ৮০ লাখ লোককে টিকা দিতে পারবেন বলে আশা করছেন তারা।

শামসুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একনাগাড়ে এ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রয়োজনে বিকেল ৩টার পরও এ কর্মসূচি চলমান থাকবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকাই দেওয়া হবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করা সম্ভব হয়নি। তাই ২৮ ও ২৯ সেপ্টেম্বর এই দুই দিনে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ চলছে

পোস্ট হয়েছে : ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে টিকা প্রয়োগ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে ৮০ লাখ লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একই দিনে সেটা পূরণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। একদিনে ৮০ লাখ লোককে টিকা দিতে পারবেন বলে আশা করছেন তারা।

শামসুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একনাগাড়ে এ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রয়োজনে বিকেল ৩টার পরও এ কর্মসূচি চলমান থাকবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকাই দেওয়া হবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করা সম্ভব হয়নি। তাই ২৮ ও ২৯ সেপ্টেম্বর এই দুই দিনে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: