বিজনেস আওয়ার প্রতিবেদক: কুমিল্লায় দুর্গাপূজার সময় মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে দেশের বেশ কয়েকটি স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
একই সঙ্গে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস রিট করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২১/এএইচ