ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাটুরিয়ায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম

  • পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • 42

বিজনেস আওয়ার ডেস্ক: পাটুরিয়ায় রো রো ফেরি আমানত শাহ ডুবির ঘটনায় উদ্ধার অভিযান এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে।

বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী হামজার কমান্ডার সানোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বর্তমানে অভিযান এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। এই দুই উদ্ধারকারী জাহাজের কাজ সমন্বয় করে এই অভিযান আরও বেগবান করা হবে। এর আগে বুধবার (২৭ অক্টোবর) প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট বারোটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এখন বাকি দুটি যানবাহন উদ্ধারে হামজা ও রুস্তমকে কাজে লাগানো হবে। আশা করা যাচ্ছে শিগগিরই তা উদ্ধার করা সম্ভব হবে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাটুরিয়ায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম

পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক: পাটুরিয়ায় রো রো ফেরি আমানত শাহ ডুবির ঘটনায় উদ্ধার অভিযান এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে।

বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী হামজার কমান্ডার সানোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বর্তমানে অভিযান এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। এই দুই উদ্ধারকারী জাহাজের কাজ সমন্বয় করে এই অভিযান আরও বেগবান করা হবে। এর আগে বুধবার (২৭ অক্টোবর) প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট বারোটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এখন বাকি দুটি যানবাহন উদ্ধারে হামজা ও রুস্তমকে কাজে লাগানো হবে। আশা করা যাচ্ছে শিগগিরই তা উদ্ধার করা সম্ভব হবে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: