ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

  • পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • 72

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। মৃত্যকালে তিনি এক ছেলে জে এন্ড্রু সপ্তক ও এক মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞাসহ অসংখ্য গুগাহী রেখে গেছেন। তবে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৫ জুলাই।

এন্ড্রু কিশোরের ভগ্নিপতি ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ছেলে-মেয়ে দেশে ফিরলে ১৫ জুলাই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বুধবার এন্ড্রু জুনিয়র সপ্তক অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। আগামী ১৪ জুলাই ফিরবেন মেষে সংঙ্গা।

বিপুল বিশ্বাস আরও বলেন, ১৫ জুলাই অব্দি রামেকের হিমঘরেই থাকবেন তিনি। এরপর ১৫ জুলাই সকালে ধর্মীয় আচার শুরু হবে। মৃত্যুর আগে এন্ড্রু কিশোর বলে গিয়েছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছানুযায়ী মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। ৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন দেশে ফিরেন।

বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। মৃত্যকালে তিনি এক ছেলে জে এন্ড্রু সপ্তক ও এক মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞাসহ অসংখ্য গুগাহী রেখে গেছেন। তবে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৫ জুলাই।

এন্ড্রু কিশোরের ভগ্নিপতি ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ছেলে-মেয়ে দেশে ফিরলে ১৫ জুলাই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বুধবার এন্ড্রু জুনিয়র সপ্তক অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। আগামী ১৪ জুলাই ফিরবেন মেষে সংঙ্গা।

বিপুল বিশ্বাস আরও বলেন, ১৫ জুলাই অব্দি রামেকের হিমঘরেই থাকবেন তিনি। এরপর ১৫ জুলাই সকালে ধর্মীয় আচার শুরু হবে। মৃত্যুর আগে এন্ড্রু কিশোর বলে গিয়েছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছানুযায়ী মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। ৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন দেশে ফিরেন।

বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: