ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু ছাড়াল ৫০ লাখ ১০ হাজার

  • পোস্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • 35

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ লাখ ১০ হাজার ৫৪৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৭১ লাখ ৩৭ হাজার ৫৩৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৬২৯ জন। রবিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৬৬ হাজার ১১৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৬ লাখ ৯২ হাজার ২৬৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৭২ হাজার ৬৭৭ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ৫৮ হাজার ২১৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৮ লাখ চার হাজার ৯৪ জনে। এরমধ্যে মারা গেছেন ছয় লাখ সাত হাজার ৭৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি নয় লাখ ৯২ হাজার ৫১০ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৬২ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় মৃত্যু ছাড়াল ৫০ লাখ ১০ হাজার

পোস্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ লাখ ১০ হাজার ৫৪৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৭১ লাখ ৩৭ হাজার ৫৩৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৬২৯ জন। রবিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৬৬ হাজার ১১৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৬ লাখ ৯২ হাজার ২৬৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৭২ হাজার ৬৭৭ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ৫৮ হাজার ২১৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৮ লাখ চার হাজার ৯৪ জনে। এরমধ্যে মারা গেছেন ছয় লাখ সাত হাজার ৭৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি নয় লাখ ৯২ হাজার ৫১০ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৬২ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: