ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের

  • পোস্ট হয়েছে : ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাচিয়ে রেখেছে দেশটি। আর ভারত রয়েছে বিদায়ের পথে।

এই গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পাকিস্তানের এক পা এখন সেমিফাইনালের ঘরে। আফগানিস্তান তিন ম্যাচে দুটিতে জিতেছে। এমনকি নাবিবিয়াও এক ম্যাচ জিতেছে। পরের তিন ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান, স্কটল্যান্ড ও নাবিবিয়া। এই তিন ম্যাচ ভারত যদি জিতে তবুও সেমিফাইনালে তাদের উঠা নিশ্চিত নয়।

ভাতর প্রথমে ব্যাট করতে নেমে ১১০ রান করতে সক্ষম হয়। ১১১ রানের টার্গেটে খেলতে নেমে নিউজল্যান্ড এক প্রকাশ হেসে-খেলেই জিতে যায়।

দুবাইয়ের স্লো এবং গ্রিপিং উইকেটে ভারত পুরো ২০ ওভারজুড়ে যা করেছে তার নাম-সংগ্রাম! দলের কোন ব্যাটসম্যানই রান স্বাচ্ছন্দ্যে ছিলেন না। লম্বা চওড়া বিশাল ব্যাটিং লাইন আপের জন্য বিখ্যাত ভারতের ব্যাটসম্যানদের কী অসহায় না দেখাচ্ছিল পুরো ইনিংসজুড়ে। শেষের দিকে রবিন্দ্র জাদেজা ১৯ বলে অপরাজিত ২৬ রান করায় ভারতের স্কোর কোনমতে তিন অংকের কোটা পার করে।

ভারতের দেওয়া মামুলি রান তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড সহজ এবং নিরাপদ ব্যাটিং কৌশল বেছে নেয়। ওপেনার ড্যারিল মিচেল একপ্রান্ত থেকে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৩৫ বলে ৪৯ রান আসে মিচেলের ব্যাট থেকে। দলকে জয়ের বাকি পথ দেখান ডেভন ক্যানয় ও অধিনায়ক কেন উইলিয়ামস। ৮ উইকেটে এই ম্যাচ জিতে ৩৩ বল বাকি রেখেই!

পরাজয়ের এই ব্যবধানই জানিয়ে দিচ্ছে একতরফা ম্যাচে অসহায় ভঙ্গিতে হেরেছে ভারত।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের

পোস্ট হয়েছে : ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাচিয়ে রেখেছে দেশটি। আর ভারত রয়েছে বিদায়ের পথে।

এই গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পাকিস্তানের এক পা এখন সেমিফাইনালের ঘরে। আফগানিস্তান তিন ম্যাচে দুটিতে জিতেছে। এমনকি নাবিবিয়াও এক ম্যাচ জিতেছে। পরের তিন ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান, স্কটল্যান্ড ও নাবিবিয়া। এই তিন ম্যাচ ভারত যদি জিতে তবুও সেমিফাইনালে তাদের উঠা নিশ্চিত নয়।

ভাতর প্রথমে ব্যাট করতে নেমে ১১০ রান করতে সক্ষম হয়। ১১১ রানের টার্গেটে খেলতে নেমে নিউজল্যান্ড এক প্রকাশ হেসে-খেলেই জিতে যায়।

দুবাইয়ের স্লো এবং গ্রিপিং উইকেটে ভারত পুরো ২০ ওভারজুড়ে যা করেছে তার নাম-সংগ্রাম! দলের কোন ব্যাটসম্যানই রান স্বাচ্ছন্দ্যে ছিলেন না। লম্বা চওড়া বিশাল ব্যাটিং লাইন আপের জন্য বিখ্যাত ভারতের ব্যাটসম্যানদের কী অসহায় না দেখাচ্ছিল পুরো ইনিংসজুড়ে। শেষের দিকে রবিন্দ্র জাদেজা ১৯ বলে অপরাজিত ২৬ রান করায় ভারতের স্কোর কোনমতে তিন অংকের কোটা পার করে।

ভারতের দেওয়া মামুলি রান তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড সহজ এবং নিরাপদ ব্যাটিং কৌশল বেছে নেয়। ওপেনার ড্যারিল মিচেল একপ্রান্ত থেকে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৩৫ বলে ৪৯ রান আসে মিচেলের ব্যাট থেকে। দলকে জয়ের বাকি পথ দেখান ডেভন ক্যানয় ও অধিনায়ক কেন উইলিয়ামস। ৮ উইকেটে এই ম্যাচ জিতে ৩৩ বল বাকি রেখেই!

পরাজয়ের এই ব্যবধানই জানিয়ে দিচ্ছে একতরফা ম্যাচে অসহায় ভঙ্গিতে হেরেছে ভারত।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: