ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ শেষে সোজা বাংলাদেশে আসবে পাকিস্তান

  • পোস্ট হয়েছে : ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • 72

স্পোর্টস ডেস্ক: সেমিফাইনাল প্রায় নিশ্চিত পাকিস্তানের। বাবর আজমরা যেভাবে খেলছেন, তাতে সম্ভাবনা আছে ফাইনালেও ওঠার। আর ফাইনালে খেললে বিশ্বকাপ শেষে আর দেশে ফেরা হবে না পাকিস্তানের। দুবাই থেকে বাবর আজমরা বিমান ধরবেন বাংলাদেশের উদ্দেশে।

এই মাসের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। ১৯, ২০ ও ২২ নভেম্বরে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। দুই টেস্টের প্রথমটি হবে ২৬ নভেম্বর। শেষ ম্যাচটির সূচি ৪ ডিসেম্বর।

পাকিস্তানি পত্রিকা ‘দ্য নিউজ’ বলছে সেমিফাইনাল নিশ্চিত হলেই বাবর আজমরা আপাতত দেশে ফিরছেন না। দুবাই হয়ে চলে আসবেন বাংলাদেশে। আর যদি সেমিফাইনালেই শেষ হয়ে যায় বিশ্বকাপ, তবে আরব আমিরাতে কয়েক দিন বিশ্রাম শেষে ঢাকার বিমান ধরবেন পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে নিউজ বলছে, ‘বিশ্বকাপ আর বাংলাদেশ সফরের মাঝে ক্রিকেটাররা দেশে ফেরার সময় পাবেন না। এতে জৈব সুরক্ষাবলয় নষ্ট হতে পারে। তাই আরব আমিরাত থেকে ক্রিকেটাররা বাংলাদেশে যাবেন।’

তবে বিশ্বকাপ জিতলে অবশ্য হিসাব হবে অন্য। শিরোপা জয়ের আনন্দ দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করতে অল্প সময়ের জন্য দেশে ফিরে যাবেন পাকিস্তানি ক্রিকেটাররা। তখন ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পিসিবি।

বিজনেস আওয়ার/ ১ নভেম্বর ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপ শেষে সোজা বাংলাদেশে আসবে পাকিস্তান

পোস্ট হয়েছে : ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক: সেমিফাইনাল প্রায় নিশ্চিত পাকিস্তানের। বাবর আজমরা যেভাবে খেলছেন, তাতে সম্ভাবনা আছে ফাইনালেও ওঠার। আর ফাইনালে খেললে বিশ্বকাপ শেষে আর দেশে ফেরা হবে না পাকিস্তানের। দুবাই থেকে বাবর আজমরা বিমান ধরবেন বাংলাদেশের উদ্দেশে।

এই মাসের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। ১৯, ২০ ও ২২ নভেম্বরে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। দুই টেস্টের প্রথমটি হবে ২৬ নভেম্বর। শেষ ম্যাচটির সূচি ৪ ডিসেম্বর।

পাকিস্তানি পত্রিকা ‘দ্য নিউজ’ বলছে সেমিফাইনাল নিশ্চিত হলেই বাবর আজমরা আপাতত দেশে ফিরছেন না। দুবাই হয়ে চলে আসবেন বাংলাদেশে। আর যদি সেমিফাইনালেই শেষ হয়ে যায় বিশ্বকাপ, তবে আরব আমিরাতে কয়েক দিন বিশ্রাম শেষে ঢাকার বিমান ধরবেন পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে নিউজ বলছে, ‘বিশ্বকাপ আর বাংলাদেশ সফরের মাঝে ক্রিকেটাররা দেশে ফেরার সময় পাবেন না। এতে জৈব সুরক্ষাবলয় নষ্ট হতে পারে। তাই আরব আমিরাত থেকে ক্রিকেটাররা বাংলাদেশে যাবেন।’

তবে বিশ্বকাপ জিতলে অবশ্য হিসাব হবে অন্য। শিরোপা জয়ের আনন্দ দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করতে অল্প সময়ের জন্য দেশে ফিরে যাবেন পাকিস্তানি ক্রিকেটাররা। তখন ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পিসিবি।

বিজনেস আওয়ার/ ১ নভেম্বর ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: