বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। যা দেড় বছর পর এ ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু।
এর আগে গত বছরের ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর একই বছরের ৪ এপ্রিল মৃত্যু বেড়ে হয় দুইজন। তখন থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। যা একসময় ২০০ ছাড়ায়।
এরপর চলতি বছরের ২৮ আগস্ট থেকে শ’য়ের নিচে নামে মৃত্যু। সবশেষ সোমবার (১ নভেম্বর) মৃত্যুর সংখ্যা কমে হলো দুইজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৮৭০ জন।
সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজনেস আওয়ার/ ১ নভেম্বর ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: