বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের বছরের একইসময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে বা ৩টি প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮১ শতাংশ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এ সময় কোন কোন ব্যাংকের ইপিএস দেড়শ শতাংশের বেশি পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। অপরদিকে ইপিএসে পতনে সবার উপরে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকগুলোর ৯ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে চলতি বছরের ৯ মাসের ব্যবসায় আগের বছরের একই সময়ের তুলনায় ২০২১ সালের ৯ মাসে ২৬টি বা ৮১.২৫ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। আর ৫টি বা ১৫.৬৩ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে। এছাড়া ১টি বা ৩.১২ শতাংশ ব্যাংকের আগের বছরের থেকে লোকসান বেড়েছে।
আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। ব্যাংকটির ১৫৫ শতাংশ ইপিএস বেড়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ শতাংশ বেড়েছে প্রাইম ব্যাংকের। আর ১০৬ শতাংশ বেড়ে ৩য় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক।
এদিকে যথারীতি সবচেয়ে বেশি ইপিএস হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের। আগের বছরের থেকে ১৪ শতাংশ বেড়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.২৫ টাকা। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৪.৫২ টাকা ইপিএস হয়েছে পূবালি ব্যাংকের। আর ৪.২১ টাকা ইপিএস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।
নিম্নে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা) | ২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা) | বৃদ্ধির হার (শতকরা) |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ০.২৮ | ০.১১ | ১৫৫% |
প্রাইম ব্যাংক | ২.২৭ | ১.০১ | ১২৫% |
মার্কেন্টাইল ব্যাংক | ৩.৩৮ | ১.৬৪ | ১০৬% |
আইএফআইসি ব্যাংক | ১.২৬ | ০.৭২ | ৭৫% |
শাহজালাল ইসলামি ব্যাংক | ২.৪৫ | ১.৪৭ | ৬৭% |
প্রিমিয়ার ব্যাংক | ২.২৩ | ১.৪০ | ৫৯% |
এবি ব্যাংক | ০.৪৪ | ০.২৮ | ৫৭% |
পূবালী ব্যাংক | ৪.৫২ | ২.৯৪ | ৫৪% |
ব্র্যাক ব্যাংক | ২.৮৭ | ১.৯২ | ৪৯% |
ওয়ান ব্যাংক | ১.৬৪ | ১.১৫ | ৪৩% |
ইস্টার্ন ব্যাংক | ৪.২১ | ৩.১০ | ৩৬% |
সাউথইস্ট ব্যাংক | ৩.১৩ | ২.৩৩ | ৩৪% |
ঢাকা ব্যাংক | ১.৬৫ | ১.২৮ | ২৯% |
এনসিসি ব্যাংক | ২.০৪ | ১.৬৫ | ২৪% |
যমুনা ব্যাংক | ৩.৮৭ | ৩.১৮ | ২২% |
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | ১.৬৫ | ১.৩৮ | ২০% |
ব্যাংক এশিয়া | ২.৩৬ | ১.৯৭ | ২০% |
এনআরবিসি ব্যাংক | ২.২২ | ১.৯১ | ১৬% |
ইসলামী ব্যাংক | ২.৬৭ | ২.৩০ | ১৬% |
আল-আরাফাহ ব্যাংক | ১.৫৪ | ১.৩৫ | ১৪% |
ডাচ-বাংলা ব্যাংক | ৬.২৫ | ৫.৪৭ | ১৪% |
স্যোশাল ইসলামী ব্যাংক | ০.৮১ | ০.৭৩ | ১১% |
উত্তরা ব্যাংক | ২.৮৯ | ২.৭০ | ৭% |
ট্রাস্ট ব্যাংক | ৩.৯৩ | ৩.৭১ | ৬% |
দি সিটি ব্যাংক | ২.৯৭ | ২.৮৯ | ৩% |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ১.৩০ | ১.২৬ | ৩% |
২০২১ সালের ৯ মাসে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস কমেছে ২২ শতাংশ। এরপরে ১৮ শতাংশ কমে দ্বিতীয় স্থানে রয়েছে রূপালি ব্যাংক। আর ১৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক।
নিম্নে ইপিএস হ্রাস পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা) | ২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা) | কমার হার (শতকরা) |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ১.২০ | ১.৫৩ | (২২%) |
রূপালি ব্যাংক | ০.৩৭ | ০.৪৫ | (১৮%) |
এক্সিম ব্যাংক | ১.১৮ | ১.৪০ | (১৬%) |
ন্যাশনাল ব্যাংক | ০.৪৪ | ০.৪৫ | (২%) |
সাউথ বাংলা ব্যাংক | ০.৮১ | ০.৮২ | (১%) |
অন্যান্য বছরের ন্যায় চলতি বছরের ৯ মাসেও আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান হয়েছে। এছাড়া আগের বছরের তুলনায় লোকসানের পরিমাণ বেড়েছে।
ব্যাংকের নাম | ২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা) | ২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা) | পতনের হার (শতকরা) |
আইসিবি ইসলামিক ব্যাংক | (০.৪৭) | (০.১৫) | (২১৩%) |
বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২১/আরএ