ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়েন্দা সংস্থার কালো তালিকায় ৪৯ ই-কমার্স প্রতিষ্ঠান

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের চারটি গোয়েন্দা সংস্থা ৪৯টি ই-কমার্স প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন ই-কমার্স নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত ১৫ সদস‍্যের কমিটির প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান।

সোমবার এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তবে তদন্তের স্বার্থে কালো তালিকাভুক্ত ওই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি এ এইচ এম শফিকুজ্জামান।

সাংবাদিকদের তিনি আরও জানান, এক মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন শুরু হবে। আর দুই মাসের আগেই ই-কমার্সের ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর দেওয়া শুরু হবে।

এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘আমরা তিনটি এজেন্সির কাছ থেকে প্রতারণার অভিযোগ রয়েছে এমন তিনটি তালিকা পেয়েছি। সেগুলো বিএফআইইউতে পাঠাব। তারা ব‍্যাংক একাউন্টগুলো যাচাই করে ৯ তারিখে সভা করে ১১ তারিখের আগেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে।’

তিনি বলেন, ‘এস্ক্রো সার্ভিসে আটকে থাকা ২১৪ কোটি টাকা সিআইডি ফ্রিজ করেছে। ডিফ্রিজ করার জন‍্য হোম মিনিস্ট্রিকে চিঠি দেব। ডিফ্রিজ হলে ফেরত দেওয়া শুরু হবে।’

বিজনেস আওয়ার/ ১ নভেম্বর ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গোয়েন্দা সংস্থার কালো তালিকায় ৪৯ ই-কমার্স প্রতিষ্ঠান

পোস্ট হয়েছে : ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের চারটি গোয়েন্দা সংস্থা ৪৯টি ই-কমার্স প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন ই-কমার্স নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত ১৫ সদস‍্যের কমিটির প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান।

সোমবার এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তবে তদন্তের স্বার্থে কালো তালিকাভুক্ত ওই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি এ এইচ এম শফিকুজ্জামান।

সাংবাদিকদের তিনি আরও জানান, এক মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন শুরু হবে। আর দুই মাসের আগেই ই-কমার্সের ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর দেওয়া শুরু হবে।

এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘আমরা তিনটি এজেন্সির কাছ থেকে প্রতারণার অভিযোগ রয়েছে এমন তিনটি তালিকা পেয়েছি। সেগুলো বিএফআইইউতে পাঠাব। তারা ব‍্যাংক একাউন্টগুলো যাচাই করে ৯ তারিখে সভা করে ১১ তারিখের আগেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে।’

তিনি বলেন, ‘এস্ক্রো সার্ভিসে আটকে থাকা ২১৪ কোটি টাকা সিআইডি ফ্রিজ করেছে। ডিফ্রিজ করার জন‍্য হোম মিনিস্ট্রিকে চিঠি দেব। ডিফ্রিজ হলে ফেরত দেওয়া শুরু হবে।’

বিজনেস আওয়ার/ ১ নভেম্বর ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: