ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রিজভী-এ্যানিসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন

  • পোস্ট হয়েছে : ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতার অভিযোগে করা মামলা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিস আলী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে মোট ৪৩ জনকে অভিযুক্ত করে এবং ৬৪ জনকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

মঙ্গলবার আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছিল, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করে বিএনপি।

ওইদিন বিকালে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয় দলটির নেতাকর্মীরা। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রিজভী-এ্যানিসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন

পোস্ট হয়েছে : ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতার অভিযোগে করা মামলা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিস আলী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে মোট ৪৩ জনকে অভিযুক্ত করে এবং ৬৪ জনকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

মঙ্গলবার আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছিল, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করে বিএনপি।

ওইদিন বিকালে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয় দলটির নেতাকর্মীরা। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: