স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাটিংকরতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের।
হারানো মর্যাদা রক্ষা করতে পারল না বাংলাদেশ। বরং আরো বিবর্ণ দশা তাদের। মাত্র ৮৪ রানে অলআউট তারা। ইনিংস সেরা ২৭ রান করেন মেহেদী হাসান। ২৪ রান করেন লিটন দাস। এছাড়া কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান বিশ্বকাপে অভিষেক হওয়া শামীম হোসেন পাটোয়ারী (১১)।
কাগিসো রাবাদা ও আনরিখ নর্টিয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।
পাওয়ারপ্লেতেই হারিয়ে বসেছে তিনটি উইকেট। বিদায় নিয়েছেন ওপেনার নাঈম শেখ ও তিনে ব্যাট করতে আসা সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। তাতে বিপাকেই পড়ে গেছে মাহমুদউল্লাহর দল।
সংক্ষিপ্ত স্কোর: ১৮.২ ওভারে ৮৪ (শরিফুল ০*, নাসুম ০, মেহেদী ২৫, তাসকিন ৩, শামীম ১১, লিটন দাস ২৪, আফিফ ০, মাহমুদউল্লাহ ৩, মুশফিক ০, সৌম্য ০, নাঈম ৯)
বিজনেস আওয়ার/২ নভেম্বর, ২০২১/এএইচ