বিজনেস আওয়ার প্রতিবেদক: গত বছরের মতো এবছরও সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। বুধবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের নেতৃত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপস্থিত রাজধানীর একটি কলেজের অধ্যক্ষ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের মতো এবারও প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, মূলত করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাউশির একাধিক কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরাসরি ভর্তি পরীক্ষা, অনলাইন পরীক্ষা এবং লটারিসহ তিনটি উপায়ে ভর্তির বিষয়ে প্রস্তাব দেয়। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় লটারির মাধ্যমে ভর্তির প্রস্তাব গ্রহণ করে।
বিজনেস আওয়ার/৩ নভেম্বর, ২০২১/এএইচ