বিজনেস আওয়ার প্রতিবেদক: ডিজেল ও কেরোসিনে প্রতি লিটার ১৫ টাকা বৃদ্ধির পরের দিনই ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতি। আর ভাড়া সমন্বয় করতে সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বৃহস্পতিবার দুপুরে ধর্মঘট ডাক দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম গতকাল হঠাৎ করে বাড়িয়েছে সরকার। একদিন আগে বাড়িয়েছে ব্রিজ টোল। সেই ব্রিজ টোলটা ২৫৭ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। তার একদিন পর ডিজেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়েছে।
‘সারা বাংলাদেশের মালিক শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। আগামীকাল (শুক্রবার) সকাল ৬টা থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ থাকবে।’
বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে দ্রুতই সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় সড়ক পরিবহন মালিক সমিতি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বলেন, ‘দূরপাল্লা ও আন্তজেলা বাস ভাড়া বাড়াতে আলোচনায় বসতে আজই আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাব। আমাদের পক্ষ থেকে ভাড়া সমন্বয় করতে দাবি জানানো হবে।’
হঠাৎ করে লিটারে ২৩ শতাংশ হারে তেলের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলেও মন্তব্য করেন এনায়েত।
তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা করা হয়নি। হঠাৎ করে গভীর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই দাম বৃদ্ধি কোনোভাবে মেনে নেয়া সম্ভব নয়। বর্তমান যে বাসভাড়া রয়েছে এটা ৭ বছর আগের ভাড়া। ৭ বছরে বাসের ভাড়া বাড়িনি।
বিজনেস আওয়ার/ ০৪ নভেম্বর, ২০২১/এএইচ