ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটিংয়ে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • 69

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘দেখে মনে হচ্ছে সত্যিই ভালো উইকেট। বিশ্রাম অল্প কয়েকদিন পেয়েছিলাম আমরা এবং আবার দল হয়ে মাঠে নামছি।’

ঐতিহাসিক শারজাহ কিংবা আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম; দুটি ভেন্যুই হতাশ করেছে বাংলাদেশকে। জয়ের কাব্যরচনার পরিবর্তে লেখা হয়েছে হারের শোকগাঁথা। এবার বাংলাদেশ নামবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যাদের বিপক্ষে মাস দুয়েক আগে ঘরের মাঠে দাপুটে সিরিজ জয়ের স্মৃতি এখনো তরতাজা। যদিও এসব অঙ্ক কষে এখন লাভ নেই! বিশ্বকাপ যাত্রার এই কিছু দিনে সব ওলটপালট হয়ে গেছে।

তবুও স্বপ্ন দেখতে দোষ কী। শুরুতে হয়নি তাই বলে শেষটা সুন্দর হবে না? বাংলাদেশ দলের বিশ্বকাপজয়ী স্পিন কোচ রঙ্গনা হেরাথ যেন সেই স্বপ্নদ্রষ্টা। হারে হারে ক্লান্ত বিপর্যস্ত মাহমুদউল্লাহর দলের শেষটা সুন্দরের প্রত্যাশা করছেন, ‘এটা নিশ্চিত করে বলতে পারি আমরা যেমন প্রতি হারের পর ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছি তা করবো, এবং এটা তো করতেই হবে। এটাই বেসিক কাজ। আমি এখনও বিশ্বাস করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা কাল দৃঢ়ভাবে ফিরবো।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটি সেমিফাইনালের পথে আরও একধাপ এগোনোর রাস্তা হলেও বাংলাদেশের জন্য শুধু নিয়মরক্ষার। তবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার জন্য জয়টা প্রয়োজন মাহমুদউল্লাহর দলের।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যাটিংয়ে বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘দেখে মনে হচ্ছে সত্যিই ভালো উইকেট। বিশ্রাম অল্প কয়েকদিন পেয়েছিলাম আমরা এবং আবার দল হয়ে মাঠে নামছি।’

ঐতিহাসিক শারজাহ কিংবা আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম; দুটি ভেন্যুই হতাশ করেছে বাংলাদেশকে। জয়ের কাব্যরচনার পরিবর্তে লেখা হয়েছে হারের শোকগাঁথা। এবার বাংলাদেশ নামবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যাদের বিপক্ষে মাস দুয়েক আগে ঘরের মাঠে দাপুটে সিরিজ জয়ের স্মৃতি এখনো তরতাজা। যদিও এসব অঙ্ক কষে এখন লাভ নেই! বিশ্বকাপ যাত্রার এই কিছু দিনে সব ওলটপালট হয়ে গেছে।

তবুও স্বপ্ন দেখতে দোষ কী। শুরুতে হয়নি তাই বলে শেষটা সুন্দর হবে না? বাংলাদেশ দলের বিশ্বকাপজয়ী স্পিন কোচ রঙ্গনা হেরাথ যেন সেই স্বপ্নদ্রষ্টা। হারে হারে ক্লান্ত বিপর্যস্ত মাহমুদউল্লাহর দলের শেষটা সুন্দরের প্রত্যাশা করছেন, ‘এটা নিশ্চিত করে বলতে পারি আমরা যেমন প্রতি হারের পর ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছি তা করবো, এবং এটা তো করতেই হবে। এটাই বেসিক কাজ। আমি এখনও বিশ্বাস করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা কাল দৃঢ়ভাবে ফিরবো।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটি সেমিফাইনালের পথে আরও একধাপ এগোনোর রাস্তা হলেও বাংলাদেশের জন্য শুধু নিয়মরক্ষার। তবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার জন্য জয়টা প্রয়োজন মাহমুদউল্লাহর দলের।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: