বিজনেস আওয়ার প্রতিবেদেক: ডিজেলের দাম বাড়ানোর কারণে বাস ভাড়া ‘যৌক্তিকহারে’ বাড়ানোর দাবি নিয়ে মালিক সমিতির চিঠি পেয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। আগামী রোববার বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক হতে যাচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার বিআররিটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানোর পর এই সিদ্ধান্ত হয়।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘রোববার সকাল ১১টায় ভাড়া নির্ধারণ সমন্বয় কমিটির বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
গত রাত ১২টা থেকেই সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটাকে ১৫ টাকা করে বাড়িয়েছে। ২৩ শতাংশ দাম বাড়ানোর প্রতিক্রিয়ায় এরই মধ্যে পণ্যবাহী ট্রাক-কভার্ড ভ্যান মালিকরা পরিবহন ধর্মঘট ডেকেছে। বন্দরনগরী চট্টগ্রামে ট্রাকের পাশাপাশি বাস ধর্মঘটও ডাকা হয়েছে।
কেন্দ্রীয়ভাবে বাস মালিকরা এই ধরনের কর্মসূচিতে না গেলেও বিভিন্ন জেলায় বাস নামাচ্ছেন না মালিকরা তেলের দাম বাড়ায় বর্তমান ভাড়ায় চালালে লোকসান হবে বলে তাদের বক্তব্য। কোথাও কোথাও এরই মধ্যে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ মিলছে।
বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২১/এএইচ