বিজনেস আওয়ার প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে।
ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাস ও ট্রাক। বন্ধ রয়েছে গণপরিবহনও। গণপরিবহনসহ সবধরণের বাস ও ট্রাক বন্ধ থাকায় অনেকটাই ফাঁকা সড়ক। তবে সড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি এবং রিক্সা।
বিমানবন্দর থেকে বাংলামটর আসার জন্য একজন গণমাধ্যম কর্মী প্রায় ৩৫ মিনিট দাঁড়িয়ে থেকে বিআরটিসির একটি দ্বিতল বাসে উঠিছেন। নাম প্রকাশ করার শর্তে ওই গণমাধ্যমকর্মী বলেন, অন্য দিনে বিআরটিসিতে বিমানবন্দর থেকে বাংলামটর পর্যন্ত বাস ভাড়া ২০ টাকা হলেও আজ সেটা ৩০ টাকা নিচ্ছে। কারো কারো কাছ থেকে এরচেয়েও বেশি নেয়ার চেষ্টা করেছে বাস কর্তৃপক্ষ।
মিরপুরগামী যাত্রী সাজিদ করিম বলেন, বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করি। আজ অফিসে জরুরি কাজ। এখন দেখি বাস চলছে না। কীভাবে অফিসে যাব? সিএনজি ৩০০টাকা ভাড়া চাচ্ছে। একই অভিযোগ করে মহাখালীগামী যাত্রী রহিম আব্দুল্লাহ। তিনি বলেন, বাবা অসুস্থ। মহাখালীতে হাসাপাতালে ভর্তি। রাস্তায় বাস নেই।
প্রসঙ্গত, লিটারে ১৫ টাকা করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। সেই সঙ্গে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কেজিতে বাড়ানো হয়েছে সাড়ে চার টাকা। পাশাপাশি রেটিকুলেটেড এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।
বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২১/কমা