বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ লাখ ৪৫ হাজার ৭৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৪৯৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ১৭৯ জন। শুক্রবার (০৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ২৫৬ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৭২ হাজার ৩১৫ জনের।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৪০৭ জন। এছাড়া মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ৮৭৫ জন।
মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ১৩৭ জন। মারা গেছেন ৬ লাখ ৮ হাজার ৭১৫ জন।
বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২১/কমা