বিজনেস আওয়ার প্রতিবেদক: ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এতে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। আর তাতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানীর প্রতিটি বাসস্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড়।
বাস না পেয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা ও সিএনজিতে করে যাচ্ছেন গন্তব্যে।
তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। আর তাতে কমলাপুর রেলস্টেশনের দিকে ছুটছেন যাত্রীরা।তাই চাপ বেড়েছে কমলাপুরে।
শনিবার (৬ অক্টোবর) ধর্মঘটের দ্বিতীয় দিন সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
যাত্রী বেশি হওয়ায় অনেকেই কাউন্টারে গিয়ে টিকিট কিনতে পারছেন না।আবার টিকিট পেলেও ট্রেনে উঠতে পারছেন না অতিরিক্ত যাত্রী থাকায়।
স্টেশনে দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা জানান, দূরপাল্লার বাস বন্ধ থাকায় স্টেশনে যাত্রী বেড়েছে।
বিজনেস আওয়ার/ ৬ নভেম্বর ২০২১/এএইচ