বিজনেস আওয়ার প্রতিবেদক: পরিবহন ধর্মঘটের মধ্যে এবার লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহাবুব উদ্দিন।
তিনি বলেন, ‘লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত না আসায় লঞ্চ চালাতে মালিকরা অপারগতা প্রকাশ করেছেন।’
‘বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শনিবার দুপুর পর্যন্ত লঞ্চ ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। তাই তেলের টাকা জোগাড় করতে না পারায় লঞ্চ চলাচল বন্ধ থাকবে,’ যোগ করেন তিনি।
লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম ভূঞা বলেন, ‘ধর্মঘট এখনও ডাকা হয়নি। তবে আপাতত আমরা লঞ্চ চলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তেলের দাম বৃদ্ধি করায় খরচ অনেক বেড়ে গেছে। আমাদের পোষায় না।’
লঞ্চ বন্ধের ব্যাপারে তিনি বলেন, ‘লঞ্চ মালিকরা তাদের লঞ্চ বন্ধ করেছে। এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই।’
বিজনেস আওয়ার/ ০৬ নভেম্বর ২০২১/এএইচ