ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি থেকে নতুন প্রস্তাব পেল সালাউদ্দিন

  • পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • 23

স্পোর্টস ডেস্ক: ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কিছু রদবদল হতে চলেছে। টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। কোচিং প্যানেলেও রদবদল হচ্ছে। দলের সহকারী কোচের জন্য প্রস্তাব দেয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।

মিরপুরে ইতোমধ্যে টাইগার যুবাদের নিয়ে মাঠে নেমে পড়েছেন বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। টিম ডিরেক্টরের নতুন ভূমিকায় মাঠে নেমে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। মাঠে দেখা গেছে সাকিব-মুশফিকদের গুরু কোচ সালাউদ্দিনকেও।

এবার বিশ্বকাপে চরম ব্যর্থতায় আবারও জোরদার হয়েছে সালাউদ্দিনকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি।

তাকে কোচিং প্যানেলে সংযুক্ত করার পরিকল্পনার কথা রোববার দুপুরে সংবাদমাধ্যমকে জানান টিম ডিরেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত সুজন।

তিনি বলেন, ‘সেজন্যই তো চেষ্টা করছি। যদিও এটি সালাউদ্দিনের ব্যাপার, ও আসবে কিনা। আমরা ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে নিতে চাই।’

বিজনেস আওয়ার/ ০৭ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিসিবি থেকে নতুন প্রস্তাব পেল সালাউদ্দিন

পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক: ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কিছু রদবদল হতে চলেছে। টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। কোচিং প্যানেলেও রদবদল হচ্ছে। দলের সহকারী কোচের জন্য প্রস্তাব দেয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।

মিরপুরে ইতোমধ্যে টাইগার যুবাদের নিয়ে মাঠে নেমে পড়েছেন বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। টিম ডিরেক্টরের নতুন ভূমিকায় মাঠে নেমে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। মাঠে দেখা গেছে সাকিব-মুশফিকদের গুরু কোচ সালাউদ্দিনকেও।

এবার বিশ্বকাপে চরম ব্যর্থতায় আবারও জোরদার হয়েছে সালাউদ্দিনকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি।

তাকে কোচিং প্যানেলে সংযুক্ত করার পরিকল্পনার কথা রোববার দুপুরে সংবাদমাধ্যমকে জানান টিম ডিরেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত সুজন।

তিনি বলেন, ‘সেজন্যই তো চেষ্টা করছি। যদিও এটি সালাউদ্দিনের ব্যাপার, ও আসবে কিনা। আমরা ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে নিতে চাই।’

বিজনেস আওয়ার/ ০৭ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: