বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকার ডিজেলের দাম যে হারে বাড়িয়েছে, বাসভাড়া তার চেয়ে বেশি হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রথম প্রহর থেকে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর সরবারকে চাপে রাখতে তিন দিনের ধর্মঘটের মধ্যে দূরপাল্লার বাস ভাড়া ২৭ শতাংশ এবং মহানগরে ২৬ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বিআরিটিএ ও বাস মালিকদের মধ্যে বৈঠকে।
রোববার বিআরটিএ কার্যালয়ে সরকারি সংস্থাটির সঙ্গে মালিকদের দীর্ঘ বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। বলা হয়,সিএনজিচালিত বাসে বাড়তি ভাড়া কার্যকর হবে না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লায় প্রতি কিলোমিটারে বাসভাড়া হবে ১ টাকা ৮০ পয়সা। আগে ছিল ১ টাকা ৪২ পয়সা। বাড়ল ৩৮ পয়সা। দূরপাল্লায় সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ১০ টাকা।
মহানগরে নতুন ভাড়া ঠিক করা হয়েছে কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা। আগে ছিল ১ টাকা ৭০ পয়সা। বাড়ল ৪৫ পয়সা। মহানগরে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ৮ টাকা।
বিজনেস আওয়ার/ ০৭ নভেম্বর, ২০২১/এএইচ